বাংলাদেশে ফুজো ব্র্যান্ডের ট্রাক এবং বাসের জন্য র্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেডকে (আরটিবিএল) অনুমোদিত সাধারণ পরিবেশক নিযুক্ত করেছে মিতসুবিশি ফুজো ট্রাক অ্যান্ড বাস কর্পোরেশন (এমএফটিবিসি)। বাংলাদেশে ফুজো ব্র্যান্ডের যানবাহনের আমদানী ও পাইকারি বিক্রির একমাত্র দায়িত্ব পালন করবে আরটিবিএল। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ফুজো-এর শোরুমে বিভিন্ন মডেলের ট্রাক ও বাসের উন্মোচন হয়। ঢাকার তেজগাঁওয়ে ফুজো একটি […]