ফরাসি সেনাদের অভিযানে মালির জামাত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন (জেএনআইএম) গোষ্ঠীর শীর্ষ জিহাদি নেতা নিহত হয়েছেন। মালের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা। রোববার মালিয়ান সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ডারিয়ানের বরাতে আলজাজিরা জানায়, আমরা নিাশ্চত আমাদৌ কৌফা নামের শীর্ষ এক নেতা ওই অভিযানে নিহত হয়েছন। তবে তিনি এই ব্যাপারে বিস্তারিত বলতে অস্বীকার করেছেন।এই ব্যপারে জঙ্গি গোষ্ঠীটির পক্ষ […]